• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শালবনিতে বাস দুর্ঘটনায় আহত ২০

আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার দুপুর প্রায় একটা ৪৫ মিনিট নাগাদ বাস দুর্ঘটনাটি ঘটে, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা পিড়াকাটা বাস রাস্তার মাঝে গড়মাল গ্রাম পঞ্চায়েতের চিংড়িশোল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গা গামী একটি যাত্রীবাহী বাস শালবনি ব্লকের চিংড়িশোল এলাকায় দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে, ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দ্রুত গতিতে ভাদুতলার দিকে আসার সময় ওই এলাকায় থাকা গার্ডরেল টপকে রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে,যার ফলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রায় ২০ জন বাসযাত্রী ওই দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানা গিয়েছে। ওই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

Advertisement

তিনি বলেন, প্রায় ২০ জন বাসযাত্রী আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক, বাকি আহতদের কারো মাথায় আঘাত লেগেছে, কারো হাতে, কারো পায়ে আঘাত লেগেছে। সেইসঙ্গে তিনি বলেন, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement