কেন্দ্রীয় কার্যালয়ে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৯ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো বর্ধমান শহরের এক দম্পতিকে। শাঁখারীপুকুর এলাকার বাসিন্দা ওই দম্পতির অরিয়ান মালিক ও তার স্ত্রী নবানিতা মালিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে বিহারের তেজপুরার বাসিন্দা এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। কিন্তু চাকরি না দেওয়া তো বটেই, উল্টে টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগকারী শৈলেন্দ্র কুমারের অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানায় মামলা রুজু হয়েছে।
তদন্তে নেমে পুলিশের হাতে বেশ কিছু সাক্ষ্যপ্রমাণ আসে। অভিযুক্তদের খোঁজে ২৭ সেপ্টেম্বর বর্ধমান শহরের ৩ নম্বর শাঁখারিপুকুরে তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু বাড়ি ফাঁকা থাকায় নোটিশ জারি করে পুলিশ। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করেছেন। তবে প্রতারণার টাকা কোথায় লুকিয়ে রাখা হয়েছে এবং এই চক্রে আর কারা জড়িত, তা জানতে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল অর্থ উদ্ধার, ঘটনাস্থল পুনর্গঠন এবং পুরো প্রতারণা চক্রকে সামনে আনা সম্ভব হবে। তাই তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে।
Advertisement
Advertisement
Advertisement



