• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শীর্ষস্থান বজায় রাখলেন স্মৃতি মান্ধানা

অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ফর্মে থাকলেও, চলতি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে একেবারেই নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি ভারতীয় দলের এই ওপেনারকে।

ফাইল চিত্র

আইসিসি ক্রম তালিকায় নিজের শীর্ষস্থান বজায় ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মঙ্গলবার আইসিসি’র পক্ষ থেকে যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে একদিনের ক্রিকেটে মহিলা ব্যাটসম্যানদের তালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। আসলে বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান। আইসিসির পক্ষ থেকে এবার তারই পুরস্কার পেলেন স্মৃতি। তাঁর থেকে ৬০ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ন্যাট স্কিভার ব্রান্ট।

এদিকে, অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ফর্মে থাকলেও, চলতি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে একেবারেই নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি ভারতীয় দলের এই ওপেনারকে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার গ্রুপের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে খেলতে নামবে ভারতীয় মহিলা দল। সেই ম্যাচ থেকেই নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া স্মৃতি।

Advertisement

এই প্রসঙ্গে বলা যায়, দীর্ঘ ১১ বছর পর ফের আবার বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা একদিনের ম্যাচ। শেষবার ২০১৪ সালের ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে এখানে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারতের মহিলা দল। দক্ষিণ আফ্রিকার পর আগামী রবিবার এখানেই অস্টেলিয়ার মুখোমুখি
হবে ভারত।

Advertisement

Advertisement