• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দুর্গাপুজোয় অনুদান হিমন্তর

অনুদান বাবদ দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অসমের ৭ হাজার ৮১৭টি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের বিজেপি সরকার দুর্গাপুজো উপলক্ষে এবার অনুদানের কথা ঘোষণা করেছে। এ বছর অসমের পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। বুধবার সমাজ মাধ্যমে এ কথা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এর আগে মঙ্গলবার নিজের মন্ত্রিসভার সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন হিমন্ত।

জানা গিয়েছে, অনুদান বাবদ দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। অসমের ৭ হাজার ৮১৭টি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে গিয়েছে। হিমন্তর জানিয়েছেন, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই অনুদান। বিহু ও ভাওনা উৎসবেও রাজ্য সরকার এভাবেই অর্থ সাহায্য করে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, অসম সরকারের এই অনুদান ঘোষণা বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। কেননা এর আগে মমতার অনুদানের বিরোধিতা করেছিল বাংলার বিজেপি নেতৃত্ব। আদালতে গিয়েও অনুদান বন্ধ করতে উদ্যোগী হয়েছিল বিরোধীরা। অথচ, সেই বিজেপি সরকারই মমতা সরকারের পথে হেঁটে অসমে পুজোয় অনুদান দিচ্ছে। পশ্চিমবঙ্গের মতোই অসমেও আড়ম্বরে পালিত হয় দুর্গোৎসব। সরকারি অনুদান পাওয়ার করণে পুজোর সংখ্যাও বাড়বে বলে আশাবাদী অনেকে।

Advertisement

Advertisement