• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নভেম্বরের শুরুতেই বিহার বিধানসভা নির্বাচন

৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৩ দফায় বিহার বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২২ নভেম্বর বিহারের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।

উৎসবের মরশুম শেষ হতেই ভোটের দামামা বেজে যাবে। বিশেষ সূত্রে খবর, ছট পুজোর পরেই বিহার বিধানসভার নির্বাচন।আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জোর কদমে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৩ দফায় বিহার বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। আগামী ২২ নভেম্বর বিহারের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।

সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহেই বিহার সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। খুঁটিয়ে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকা, যে তালিকা আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে। বিহারে সম্প্রতি সম্পন্ন হওয়া এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। সংশোধনী তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তোলে বিরোধী ইন্ডিয়া জোট।

Advertisement

বিরোধীদের অভিযোগে আমল না দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এরই মাঝে সামনে এল বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ। তবে সুপ্রিম কোর্ট আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, যদি ভোটার তালিকায় কোনও রকম অসঙ্গতি থাকে তবে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও এসআইআর বাতিল করা হতে পারে।

Advertisement

বিহারে একাধিক দফায় নির্বাচন সম্পন্ন হবে বলে সূত্রের খবর। ২০২০ তেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩ দফায়। প্রথম দফা হয়েছিল ২৮ অক্টোবর, ৭১টি আসনে, দ্বিতীয় দফা হয়েছিল ৩ নভেম্বর ৯৪টি আসনে এবং তৃতীয় দফা হয়েছিল ৭ নভেম্বর, ৭৮টি আসনে। ফলপ্রকাশ হয়েছিল ১০ নভেম্বর। ২০১৫য় বিধানসভা নির্বাচন হয়েছিল ৫ দফায়।

বিহার বিধানসভায় ২৪৩ আসনে এনডিএ সংখ্যাগরিষ্ঠ। তাদের আসন সংখ্যা ১৩১। এর মধ্যে বিজেপি-র রয়েছে ৮০ জন বিধায়ক, জেডিইউ ৪৫, ইন্ডিয়া জোটের হাতে ১১১ বিধায়ক। এর মধ্যে আরজেডি ৭৭, কংগ্রেস ১৯, সিপিআইএমএল ১১, সিপিাইএম ২ এবং সিপিআই ২। এছাড়াও প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও এবার সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। নির্বাচনী লড়াইয়ে বাকিদের টেক্কা দিতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন নীতীশ কুমার। স

রকারের তরফে নানারকম ভাতা ঘোষণা করা হচ্ছে । অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি।বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল ২০২১ সালে। বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৬-এর ৭ মে। তার মধ্যেই শেষ করতে হবে নির্বাচনী প্রক্রিয়া।

Advertisement