পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল তারাতলা উড়ালপুলের একটি হাইট বার। এর ফলে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সোমবার ভোর ৫টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি উড়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় থাকা ওই কাঠামোটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লোহার কাঠামোর একটি বড় অংশ রাস্তায় পড়ে যায়।
এই ঘটনায় ডায়মন্ড হারবার রোডে সকালেই যান চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে তারাতলা উড়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। উল্টো দিকের লেনেও গাড়িগুলি ধীর গতিতে চলাচল করে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই হাইট বারটি মূলত পণ্যবাহী গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণের জন্য বসানো হয়েছিল, যাতে ভারী গাড়িগুলি উড়ালপুলের নিচে চলাচল করতে না পারে। স্থানীয়দের দাবি, কাঠামোটির ওপর কোনও আলোর ব্যবস্থা না থাকায় চালক সেটির উপস্থিতি টের পাননি। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে।
Advertisement
Advertisement



