আবারও আফগানিস্তানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চান। তালিবান সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। তবে ঘাঁটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে বাগরাম বিমানঘাঁটি তৈরি করে আমেরিকা। এটি দীর্ঘ দু’দশক মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহার করলে তালিবান ওই ঘাঁটির দখল নেয়।
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা বাগরাম ঘাঁটি ফেরত চাই। এই ঘাঁটি আমরাই তৈরি করেছি। আফগানিস্তান যদি সেটা ফেরত না দেয়, তাহলে তাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে।’ শনিবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা এই বিষয়ে তালিবান সরকারের সঙ্গে কথা বলছি। খুব শিগগিরই বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত। যদি না হয়, তাহলে আমরা কী করব, সেটা সময়ই বলবে।’
Advertisement
যদিও এখনই কোনও সামরিক পদক্ষেপের কথা সরাসরি বলেননি ট্রাম্প, তবে তার বক্তব্যে স্পষ্ট যে এই ইস্যুতে হোয়াইট হাউস কঠোর অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বলপ্রয়োগের পথ বেছে নিলে তা হবে কার্যত আফগানিস্তানে আবারও মার্কিন হস্তক্ষেপের সমান। কারণ, কৌশলগত দিক থেকে বাগরাম ঘাঁটি পুনর্দখল করতে অন্তত ১০ হাজার সেনা প্রয়োজন হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি ঘিরে সতর্ক রয়েছে মার্কিন প্রতিরক্ষা মহলও।
Advertisement



