• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজো

ট্রেন যাত্রা পথেই বিশ্বকর্মা পুজোয় মাতলেন লোকাল ট্রেনের যাত্রীরা। হাওড়াগামী কাটোয়া লোকালে বুধবার কামরাতেই ধুমধাম করে হয়েছে পুজোর আয়োজন।

ট্রেন যাত্রা পথেই বিশ্বকর্মা পুজোয় মাতলেন লোকাল ট্রেনের যাত্রীরা। হাওড়াগামী কাটোয়া লোকালে বুধবার কামরাতেই ধুমধাম করে হয়েছে পুজোর আয়োজন। ফুল দিয়ে সাজানো হয়েছে আসন, করা হয়েছে প্রসাদ বিতরণও। যাত্রীরা জানিয়েছেন, গত চার বছর ধরে এভাবেই ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করে আসছেন যাত্রীরা।

উল্লেখ্য, কাটোয়া থেকে ট্রেনটি ৫টা ৪০ মিনিটে ছাড়ে। হাওড়ায় পৌঁছায় ৮টা ৪৫ মিনিটে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার পথ একসঙ্গে কাটান ট্রেনের যাত্রীরা। তাঁদের মধ্যে কেউ অফিসে কাজ করেন আবার কেউ কলেজ পড়ুয়া। বিশ্বকর্মা পুজোর শুভক্ষণে সকলে মিলে পুজোয় মাতলেন। এদিন ট্রেনের চার নম্বর কামরায় এই পুজোর আয়োজন করা হয়। মূর্তি এনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেখানেই হয় পুজো। জানা গিয়েছে, নিজেরাই চাঁদা তুলে এই আয়োজন করেছেন নিত্যযাত্রীরা।

Advertisement

Advertisement

Advertisement