• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঁকুড়ায় বিক্ষোভ ২০২২ সালের টেট উত্তীর্ণদের

চাকরি প্রার্থীদের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত সবথেকে স্বচ্ছ টেট পরীক্ষা হয়েছে ২০২২ সালে।

২০২২ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এই ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। তাঁদের স্লোগান ছিল, ‘নেপাল থেকে শিক্ষা নাও, ২০২২ সালের টেটের নিয়োগ দাও’। এদিন বাঁকুড়ার তামলীবাঁধ ময়দান থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পর্যন্ত যান টেট উত্তীর্ণরা। সেখানে বিক্ষোভে শামিল হন তাঁরা।

চাকরি প্রার্থীদের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে এখনও পর্যন্ত সবথেকে স্বচ্ছ টেট পরীক্ষা হয়েছে ২০২২ সালে। কিন্তু তারপরেও নিয়োগ হচ্ছে না। গত ৩ বছর ধরে আন্দোলন চলছে কিন্তু তাতেও হুঁশ ফিরছে না কারও। এই রকম চলতে থাকলে এ রাজ্যেও নেপালের মতো গণআন্দোলন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন টেট উত্তীর্ণরা।

Advertisement

এই ইস্যুতে কয়েকদিন আগে কলকাতাতে বিক্ষোভে শামিল হয়েছিলেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল বিধানসভার সামনে। উত্তেজনা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিককে ঘটনাস্থলে যেতে হয়েছিল। আন্দোলনকারীদের বিক্ষোভ প্রত্যাহার করার আবেদন করার পরেও তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণে তাঁদের টেনে হিঁচরে প্রিজন ভ্যানে তোলা হয়। সেদিনই সন্ধ্যায় ফের শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এবার বাঁকুড়ায় নেপালের প্রসঙ্গ তুলে বিক্ষোভে শামিল হলেন তাঁরা।

Advertisement

Advertisement