গত রবিবার নবম-দশমের পর আজ একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষা। এবার বসছেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের উদ্দেশে একাধিক নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার সেই নির্দেশগুলি আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হল।
কমিশন জানিয়েছে, দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের অনেক আগেই কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষা চলবে দুপুর ১টা ৩০ পর্যন্ত। বিশেষভাবে সক্ষমদের জন্য সময়সীমা বাড়িয়ে রাখা হয়েছে দুপুর ২টো পর্যন্ত।
Advertisement
পরীক্ষার্থীদের জন্য কমিশনের নির্দেশ—
১. পরীক্ষায় বসতে হলে সঙ্গে রাখতে হবে স্বচ্ছ পেন, অর্থাৎ যার ভেতর থেকে রিফিল দেখা যায়। এমন পেন না পেলে পরীক্ষা কেন্দ্রে কমিশনের পক্ষ থেকে সরবরাহের ব্যবস্থা থাকবে।
২. বেশিরভাগ কেন্দ্রে ক্লোক রুম নেই। তাই পরীক্ষার্থীদের মূল্যবান জিনিস না আনার অনুরোধ জানিয়েছে কমিশন।
৩. দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক। কারও অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট হলে সরকারি পরিচয়পত্র ও তার প্রতিলিপি সঙ্গে আনতে হবে।
Advertisement
এই পরীক্ষায় একাদশ-দ্বাদশে মোট শূন্যপদ রয়েছে ১২ হাজার ৫১৪টি। তার পরীক্ষা হবে ৪৭৮টি কেন্দ্রে। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে কমিশনকে কঠোর নজরদারি করতে হচ্ছে, যাতে কোনও ‘দাগি’ পরীক্ষার্থী পরীক্ষায় বসতে না পারেন। এরই মধ্যে আদালত শুক্রবার কমিশনকে প্রশ্ন করেছে, বাতিল হওয়া প্যানেলের দাগিদের টাকা কবে ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে সম্পূর্ণ নজর রাখছে আদালত। বারবার নির্দেশ দেওয়া হয়েছে, কোনও দাগি যাতে পরীক্ষায় না বসেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেছেন, ‘কালকে দ্বিতীয় দফার পরীক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছেন, আমরা তা এসএসসি-কে জানিয়েছি। প্রশাসনের সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে। শান্তভাবে পরীক্ষা দিন। আশা রাখছি নির্বিঘ্নে পরীক্ষা হবে।’
Advertisement



