• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর ২৭ বছরের জেল, ক্ষুব্ধ ট্রাম্প

নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট।

ব্রাজিলের রাজনীতিতে নাটকীয় মোড়। নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সেই দেশের সুপ্রিম কোর্ট। এই রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২২ সালের সাধারণ নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন অতি-ডানপন্থী বোলসোনারো। ভোটে হেরে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর তাঁর সমর্থকেরা ব্রাজিলের সংসদ ভবনে হামলার চেষ্টা চালায়। ঘটনার জেরে মামলা হয় এবং বোলসোনারোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘অভ্যুত্থানের ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়।

Advertisement

ব্রাজিলের সর্বোচ্চ আদালতের চার বিচারপতির মধ্যে তিনজন তাঁর বিরুদ্ধে রায় দেন। যদিও সর্বোচ্চ সাজা ছিল ৪৩ বছর, তবে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনায় সাজা কমিয়ে ২৭ বছর ৩ মাস নির্ধারণ করা হয়েছে। এতদিন গৃহবন্দি অবস্থায় থাকা বোলসোনারোকে এখন কারাগারে যেতে হবে।

Advertisement

এই রায়ের পর তীব্র প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এটা ব্রাজিলের জন্য ভালো হল না।’ তাঁর ঘনিষ্ঠ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও বলেন, ‘এই অন্যায্য রায়ের বিরুদ্ধে আমেরিকা পদক্ষেপ করবে।’ যদিও কী ধরনের পদক্ষেপ করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।

ট্রাম্প-বোলসোনারোর রাজনৈতিক ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। ইতিমধ্যেই ব্রাজিলের উপর একাধিক ইস্যুতে শুল্ক চাপিয়েছে আমেরিকা। এবার আরও কঠোর বাণিজ্যিক পদক্ষেপের ইঙ্গিত মিলছে মার্কিন প্রশাসনের তরফে। বোলসোনারোর আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে আপিল করবেন।

Advertisement