• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোদীর কলকাতা সফরে সঙ্গী রাজনাথ-ডোভাল

১৫ সেপ্টেম্বর ফের রাজ্যে আসছেন তিনি। সেনার এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এবার কোনও রাজনৈতিক জনসভা থাকছে না তাঁর।

উৎসবের মরশুমে কলকাতায় আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই খবরে ইতিমধ্যেই শিলমোহর পড়েছে। ১৫ সেপ্টেম্বর ফের রাজ্যে আসছেন তিনি। সেনার এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এবার কোনও রাজনৈতিক জনসভা থাকছে না তাঁর। মোদীর সঙ্গে কলকাতায় আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত সপ্তাহে মেয়ো রোডে তৃণমূলের এক কর্মসূচির প্যান্ডেল খুলে দেওয়া এবং পরদিন কলকাতা পুলিশের তরফে সেনার ট্রাক আটক নিয়ে রাজ্য এবং সেনার মধ্যে চাপানউতোর চলেছে কিছুদিন আগে। সেই আবহে কলকাতায় সেনার অনুষ্ঠানে এই তিন হেভিওয়েটের যোগদান বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।

বাংলাদেশ এখনও অশান্ত। সীমান্ত লাগোয়া এলাকায় অশান্তির ঘটনা ঘটছে নানা সময়। প্রতিবেশী দেশ নেপালও এই মুহূর্তে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল। এসসিও সম্মেলনে চিন-ভারতের বৈঠকের পর চিন সীমান্তে অনেকটা স্থিতি ফিরেছে। তা সত্ত্বেও উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় বরাবর নজর রয়েছে কেন্দ্রের। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠান যৌথবাহিনীর কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতেই ১৫ তারিখ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলকাতায় আসছেন।

Advertisement

ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগামী সোমবার ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে মোদী, রাজনাথ সিং, অজিত ডোভাল। পাশাপাশি থাকবেন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং প্রমুখ। সূত্রের খবর, সেনাবাহিনীর সঙ্গে আলাদা করে বৈঠকও করতে পারেন তাঁরা। উত্তরপূর্বের সীমান্ত সুরক্ষায় এই বৈঠক অতি জরুরি বলেই মনে করেছেন ওয়াকিবহাল মহল।

Advertisement

Advertisement