• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অবৈধ বেটিং কাণ্ডে সিকিম থেকে গ্রেপ্তার কর্নাটকের কংগ্রেস বিধায়ক

বাজেয়াপ্ত কোটি টাকার নগদ ও গয়না

প্রতিনিধিত্বমূলক চিত্র

অবৈধ অনলাইন ও অফলাইন বেটিং চক্রের অভিযোগে সিকিম থেকে গ্রেপ্তার হলেন কর্নাটকের চিত্রদুর্গ জেলার কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে তাঁকে আটক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার গ্যাংটকের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাঁকে, যেখানে ট্রানজিট রিমান্ডে কর্নাটকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছে ইডি।

শনিবার ইডির তরফে জানানো হয়েছে, শুক্রবার বিধায়কের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকার নগদ—যার বড় অংশই বিদেশি মুদ্রা—সহ ৬ কোটি টাকার সোনার গয়না, প্রায় ১০ কেজি রুপোর অলঙ্কার এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সঠিক কোন কোন জায়গা থেকে এই জিনিসগুলি উদ্ধার হয়েছে, তা প্রকাশ করেনি সংস্থা।

Advertisement

ইডি সূত্রে খবর, বছর পঞ্চাশের এই বিধায়ক অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করতেন, যা দুবাই থেকে নিয়ন্ত্রিত হত। ওই অর্থ দিয়েই একাধিক জমি কেনার তথ্যও মিলেছে তদন্তকারীদের হাতে। সিকিমে একটি ক্যাসিনো ভাড়া নেওয়ার পরিকল্পনা করছিলেন বীরেন্দ্র, সেই সূত্রেই ব্যবসায়িক সঙ্গীদের নিয়ে গ্যাংটকে গিয়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানেই তাঁকে গ্রেপ্তার করে ইডি।

Advertisement

এছাড়া বিধায়কের ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের বাড়ি থেকেও জমিজমা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। গোটা মামলাটির তদন্ত করছে ইডির বেঙ্গালুরু জোন।

Advertisement