মানব পাচার রোধে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য মহিলা কমিশন। সম্প্রতি এই নিয়ে বসিরহাটের সীমান্তবর্তী বসিরহাট ১ নং ব্লকের ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়, কমিশন সদস্য চৈতালি লাহিড়ী, ইটিণ্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা বিবি, উপপ্রধান চিন্ময় সরকার ও বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সরিফুল মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। মানব পাচার, বাল্য বিবাহ রোধ করতে এই শিবিরে স্কুলের ছাত্রছাত্রী ও মহিলাদের বিভিন্ন কৌশল শেখানো হয়। পাশাপাশি ঘোজাডাঙার উত্তরপাড়ার সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন কমিশনের সদস্যরা। বিশেষ হেল্প-লাইন নম্বর ও মেইল আইডি শেয়ার করে প্রয়োজন হলে যোগাযোগ করার পরামর্শ দেন তাঁরা।
নারী পাচার ও বাল্য বিবাহ সীমান্ত এলাকায় প্রায়ই ঘটে। সেই কারণে এই অঞ্চলগুলিকে টার্গেট করে সচেতনতা বৃদ্ধি করছে রাজ্য মহিলা কমিশন। কমিশনের সদস্যদের ধারণা, মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই তাঁদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলি অনেকাংশে কমানো সম্ভব হবে। সেই কারণে তাঁদের চিন্তাধারার বিস্তার করতে বিভিন্ন সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। এমনকী বাড়ি বাড়ি গিয়েও সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। এই সব উদ্যোগের কারণে সীমান্ত এলাকায় মানব পাচার রোখা যাবে বলে মনে করছেন কমিশনের সদস্যরা।
Advertisement
০৩৩-২৩২১-০১৫৪, ০৩৩-২৩৩৪-৫৩২৪ ও ০৩৩-২৩২১-৮৬০৮ এই নম্বরগুলিতে ফোন করে শিশু ও নারী পাচার সম্পর্কিত অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য [email protected] এই মেইল আইডিটিও সকলের সঙ্গে শেয়ার করা হয়েছে।
Advertisement
Advertisement



