• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি

উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করল ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করেন বিরোধী দলের নেতারা। তারপরই বিরোধীদের জোটের তরফে প্রার্থীর নাম জানানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করেছে এনডিএ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ‍্যসভার দলনেতা জেপি নাড্ডা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সূত্রের খবর, আগামী ২১ আগস্ট মনোনয়নপত্র জমা দেবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি। বুধবার বেলা ১টায় সেন্ট্রাল হলে সমস্ত বিরোধী দলের সাংসদরা একত্রিত হবেন। ইন্ডিয়া জোটে না থাকলেও উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডিকে সমর্থন করছে আম আদমি পার্টিও। উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বি সুদর্শন রেড্ডির জন্ম ১৯৪৬ সালে তেলেঙ্গানায় হয়। তিনি গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে তাঁর কার্যকাল ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত।

Advertisement

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মাননীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসাবে, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একনিষ্ঠ এবং সাহসী সমর্থক। তাঁর অনেক রায় পড়লে জানা যাবে যে, তিনি কী ভাবে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।’

Advertisement

Advertisement