উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। বৃহস্পতিবার সংসদ ভবনে জমা দেওয়া এই মনোনয়ন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, শতাব্দী রায় সহ ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষনেতা।
মনোনয়নের আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান রেড্ডি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সংখ্যার গুরুত্ব অবশ্যই আছে, তবে আমি আশা করছি, আমি জয়ী হব। যেহেতু আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, তাই সকল দলের সমর্থনও পাব বলে মনে করি। এটি আসলে এক মতাদর্শের লড়াই।”
Advertisement
মনোনয়ন প্রক্রিয়া শেষে খাড়গে অভিযোগ করেন, সংসদে বিরোধী কণ্ঠরোধের প্রবণতা ক্রমশ বাড়ছে। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় নিয়ে কথা বলার সুযোগ আমাদের দেওয়া হচ্ছে না। গণতন্ত্র রক্ষায় একজন নিরপেক্ষ, নীতিবান ব্যক্তি হিসেবে বি. সুদর্শন রেড্ডি এই দায়িত্বে সবচেয়ে উপযুক্ত।”
Advertisement
বি. সুদর্শন রেড্ডি জন্মসূত্রে দক্ষিণ ভারতের বাসিন্দা এবং একসময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ সপ্তাহের শুরুতে তাঁকে বিরোধী শিবিরের যৌথ প্রার্থী ঘোষণা করা হয়। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণণের বিরুদ্ধে।
উল্লেখযোগ্যভাবে, এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীই দক্ষিণ ভারত থেকে আসছেন। নির্বাচনে ভোট দেবেন লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। বিজেপির বর্তমান আসনসংখ্যা কম থাকায় এনডিএ এবার নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু, চিরাগ পাসোয়ান এবং অন্যান্য শরিক দলের সমর্থনের উপর নির্ভর করছে।
Advertisement



