• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কেন বিজেপি নেতাদের দু’টি ভোটার কার্ড? প্রশ্ন তেজস্বীর

কমিশনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে।

তেজস্বী যাদব

এবার বিজেপির বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। বুধবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘বিজেপি নেতাদের দু’টি করে ভোটার কার্ড আছে।’ এ নিয়ে নির্বাচন কমিশনকেও তুলোধোনা করেছেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব। কমিশনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের এপিক নম্বর-সহ ভোটার কার্ড দেওয়া হচ্ছে। একটি নয়, বিজেপি নেতাদের দু’টি করে ভোটার কার্ড দিচ্ছে কমিশন। তেজস্বীর অভিযোগ ভিত্তিতে নতুন করে এসআইআর নিয়ে শোরগোল পড়েছে বিহারে।

এদিন তেজস্বী যাদব বলেন, ‘বিজেপি নেত্রী তথা মুজফফরপুরের মেয়র নির্মলা দেবীর কাছে দু’টি এপিক নম্বর-সহ দুটি আলাদা ভোটার কার্ড আছে।’ এমনকী দু’টি এপিক নম্বরও তুলে দিয়েছেন তেজস্বী। আরইএম১২৫১৯১৭ এবং জিএসবি১৮৩৫১৬৪ এই দুটি এপিক নম্বর নির্মলা দেবীর। পাশাপাশি তেজস্বীর অভিযোগ, দুই কার্ডে ওই নেত্রীর বয়স দু’রকম দেওয়া হয়েছে।

Advertisement

বাইরের রাজ্য থেকে ভোটার এসে বিহারে ভোট দিয়ে যায় এমন বিস্ফোরক অভিযোগও করেছেন লালু-পুত্র। তেজস্বীর কথায়, ‘গুজরাতে বিজেপির বড় দায়িত্বে আছেন ভিখুভাই ডালসানিয়া। তিনি সম্প্রতি পাটনার ভোটার হয়েছেন। অথচ ২০২৪ সালে ইনি গুজরাতের ভোটার ছিলেন। গুজরাতের ভোটার তালিকা থেকে নিজের নাম মুছে পাটনায় এসেছেন ভিখুভাই। অথচ নিয়ম অনুযায়ী, ৫ বছরের আগে এমনটা করা যায় না। কিন্তু অদ্ভুতভাবে তিনি নাম-ঠিকানা পালটে পাটনায় চলে এসেছেন। বিজেপি ও নির্বাচন কমিশন মিলিতভাবে এক বিরাট চক্রান্ত চালাচ্ছে বিহারে।’

Advertisement

বিহারে এসআইআরে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার পর থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেতে শুরু করেছে বিরোধীরা। বিজেপির সঙ্গে কমিশনের আঁতাত আছে বলে এরা আগে অভিযোগ করেছিলেন তেজস্বী যাদব। মঙ্গল ও বুধবার এসআইআর নিয়ে মামলা শুনেছে শীর্ষ আদালত।

Advertisement