• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোদীকে মোকাবিলা করার শক্তি পাকিস্তানিদের আছে, হুমকি বিলাবলের

ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান। এবার আক্রমণ শানালেন সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান। এবার আক্রমণ শানালেন সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিশানা করে পাকিস্তানিদের ‘যুদ্ধের ক্ষমতা’ নিয়ে উস্কানি দিয়েছেন বিলাওয়াল। অন্যদিকে, এর আগে আমেরিকা সফর থেকে পরমাণু হুমকি ছুঁড়েছিলেন পাক সেনাপ্রধান মুনির। দুই নেতার বিস্ফোরক মন্তব্য ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।

সোমবার সিন্ধু প্রদেশে এক সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে বিলাওয়াল বলেন, ‘যুদ্ধে মোদীকে মোকাবিলা করার শক্তি পাকিস্তানিদের রয়েছে। ভারতের সঙ্গে আর এক দফা সংঘাতে আমরা সিন্ধু এবং তার পাঁচটি উপনদীর দখল নেব।’ শুধু তাই নয়, তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী সিন্ধুর উপর আক্রমণ চালালে সেটি পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উপর আঘাতের শামিল হবে।

Advertisement

রবিবার, মার্কিন মুলুকে দাঁড়িয়ে সিন্ধু জলবণ্টন চুক্তি ঘিরে হুমকির সুরে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বলেন, ‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। তৈরি হয়ে গেলে ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করে দেব।’ ভারতকে আক্রমণ করতে গিয়ে এক রূপক টেনে তিনি বলেন, ‘ভারত হাইওয়ের উপর দিয়ে আসা ঝকঝকে মার্সেডিজ, আর আমরা নুড়ি ভর্তি ট্রাক। ট্রাক ধাক্কা দিলে হার কার হবে?’

Advertisement

উল্লেখ্য, ভারতের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে অতীতেও একাধিকবার সুর চড়িয়েছেন বিলাওয়াল। পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ওই চুক্তি কার্যত স্থগিত করে। এই চুক্তির অধীনে সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা নদীর জল বণ্টন হয় দুই দেশের মধ্যে। ভারত যদি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে শুষ্ক মরসুমে পাকিস্তানে জলের সংকট তীব্র হতে পারে।

এমন অবস্থায় পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু হুমকি ও বিলাওয়ালের যুদ্ধের হুঙ্কার ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্য আমাদের নজরে এসেছে। পরমাণু অস্ত্র নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের আচরণের যথাযথ মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী। পাকিস্তানের সামরিক বাহিনী যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত, এই মন্তব্যে তার প্রমাণ মেলে।’ বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, ভারত কোনওরকম পরমাণু বা যুদ্ধ হুমকির সামনে মাথা নত করবে না।

Advertisement