• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আরব সাগরে ৬০ নটিক্যাল মাইল দূরত্বে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধ মহড়া

বাড়ছে উত্তেজনা

প্রতিনিধিত্বমূলক চিত্র

আরব সাগরে শুরু হল ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর মহড়া। ৬০ নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে দুই দেশের এই যুদ্ধ মহড়ায় ফের ‘অপারেশন সিঁদুর’-এর স্মৃতিকে উস্কে দিচ্ছে। সোম ও মঙ্গলবার দুই দিনের এই যুদ্ধ মহড়া নিয়ে উত্তেজনার পারদ চড়ছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় বায়ুসেনা বিভাগ পাক-পাঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। এদিকে গত রবিবার তিনবাহিনীর প্রধানদের সঙ্গে অপারেশন সিঁদুর পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীকে জানান, আমরা আপনার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়েছি। চিন্তা করবেন না, আপনি আরও একটি সুযোগ পাবেন। প্রধানমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্যে কৌতূহল বেড়েছে আন্তর্জাতিক মহলে। তাহলে কি ভারত ফের পাকিস্তানের উপর হামলা চালাতে পারে?

Advertisement

তবে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য রহস্য। জানা গিয়েছে, সিঁদুর অভিযানে ভারতীয় নৌবাহিনী করাচিতে আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আক্রমণের পরিকল্পনা বাতিল করা হয়। এই আলোচনায় সেই প্রসঙ্গই উঠে আসে। ফের দুই দেশের প্রবল উত্তেজনার মাঝে সোমবার আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌসেনার এই পৃথক যুদ্ধমহড়া নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের পারদ চড়তে শুরু করেছে।

Advertisement

যদিও প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের খবর, ভারতীয় নৌ-বাহিনী গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলের কাছে আগামী ১১ এবং ১২ অগাস্ট পর্যন্ত নৌ-মহড়া চালাবে। একইসঙ্গে পাক নৌবাহিনীর পক্ষ থেকেও একইভাবে মহড়া চলবে। দুই দেশের পক্ষ থেকেও এই মহড়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাক বায়ুসেনাকে নির্দেশ দেওয়া হয়েছে, মহড়া চলাকালীন সংশ্লিষ্ট আকাশসীমায় বিমান ওড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপারেশন সিঁদুরের পর আরব সাগরে দুই দেশের এই পৃথক নৌ মহড়া, তাও আবার একইদিনে সামান্য দূরত্বে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Advertisement