• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের। ১৩ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে, তার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা করা হচ্ছে। মৌসুমি অক্ষরেখা বাংলার বাঁকুড়া এবং দিঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

Advertisement

আজ ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

Advertisement

মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement