ডুরান্ড কাপ অভিযান জোরকদমে চালিয়ে যাচ্ছে মোহনবাগান। টানা দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল সবুজ-মেরুন ব্রিগেড। এবার প্রতিপক্ষ বিএসএফকে ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। ম্যাচের নায়ক আবারও লিস্টন কোলাসো, যিনি করলেন জোড়া গোল। প্রথম ম্যাচে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে ডুরান্ডে অভিযান শুরু করেছিল মোহনবাগান। সেই ম্যাচে ২ গোল ও ১টি অ্যাসিস্ট করেছিলেন লিস্টন। এবারের ম্যাচেও নিজের ফর্ম ধরে রেখে আরও একবার নজর কাড়লেন তিনি।
এদিন মাঠে প্রধান কোচ হিসেবে ছিলেন আনদ্রেস মোলিনা। দলে ফিরেছেন মনবীর সিংও। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। যদিও মাঝমাঠে অনিরুদ্ধ থাপা ও দীপক টাংরির কিছু ভুল পাস আক্রমণের গতি খানিকটা কমিয়ে দিচ্ছিল। তবে দুই প্রান্তে লিস্টন ও মনবীর ক্রমাগত চাপ তৈরি করছিলেন।
Advertisement
২৪ মিনিটে রোশনের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন মনবীর। বিরতিতে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে দলটি। ৫৩ মিনিটে লিস্টনের দুর্দান্ত গোল এবং এরপর ৫৮ মিনিটে তাঁর দ্বিতীয় গোল দলের ব্যবধান বাড়িয়ে দেয় ৩-০ তে। মাত্র ২ মিনিট পরেই চতুর্থ গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। বিএসএফ ম্যাচে কার্যত কোনও প্রতিরোধই গড়তে পারেনি। ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মোলিনার দল।
Advertisement
এই জয়ের ফলে গ্রুপের দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে মোহনবাগান। তবে গোল পার্থক্যে তারা রয়েছে দ্বিতীয় স্থানে, ডায়মন্ড হারবারের পিছনে। গ্রুপের শীর্ষে যেতে পরবর্তী ম্যাচে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে বাগানকে। তবে দ্বিতীয় স্থানে থেকেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। কারণ সেরা দুটি দ্বিতীয় স্থান অধিকারী দলও উঠবে কোয়ার্টার ফাইনালে।
Advertisement



