• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, সাহায্যের হাত বাড়াল রেল পুলিশ

বালেশ্বরের কাছে পৌঁছতেই প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। পাশে থাকা যাত্রীরা বিষয়টি টিকিট পরীক্ষককে জানান। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হয়।

শুক্রবার সকালে গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে এক কন্যাসন্তানের জন্ম দিলেন ২১ বছরের সাহা বানু। ওড়িশার বালেশ্বর ও পশ্চিম মেদিনীপুরের বেলদার মাঝামাঝি তিনি সন্তান প্রসব করেন। রেল সূত্রে জানা গিয়েছে, সাহা বানু ৩০ জুলাই বেঙ্গালুরু থেকে ওই ট্রেনে ওঠেন। তাঁর বাড়ি অসমের বঙ্গাইগাঁও জেলায়। শুক্রবার ভোরে বালেশ্বরের কাছে পৌঁছতেই প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। পাশে থাকা যাত্রীরা বিষয়টি টিকিট পরীক্ষককে জানান। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হয়।

রেল পুলিশের দ্রুত তৎপরতায় ট্রেনটি বেলদা স্টেশনে দাঁড় করানো হয়। সঙ্গে সঙ্গে সাহা বানু ও নবজাতক কন্যাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য কোনও জটিলতা দেখা যায়নি। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। রেল পুলিশের এক আধিকারিক জানান, যাত্রীটির শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। তাই দ্রুত ট্রেন থামিয়ে নিরাপদে হাসপাতালে পাঠানো হয়। এখন দুজনেই সুস্থ, সেটাই আমাদের সবার কাছে স্বস্তির।

Advertisement

রেল পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও ট্রেনযাত্রীরা। তাঁদের কথায়, ‘এত দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ হতে পারত। রেল পুলিশ অভাবনীয় দায়িত্ব পালন করেছে।’ একজন যাত্রী বলেন, ‘হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে সবাই অবাক হয়ে যাই। পরে বুঝতে পারি, ট্রেনেই সন্তান প্রসব হয়েছে। এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম।’

Advertisement

Advertisement