• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগামী ৯ সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি নির্বাচন

সবার সম্মতিতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সেক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাবেন কেন্দ্রের শাসকদলের প্রার্থী।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ৯ উপ-রাষ্ট্রপতি নির্বাচন। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে এই নির্বাচনের দিনক্ষণ। ফলে আর কিছুদিনের মধ্যেই জানা যাবে কেন্দ্রের শাসকদলের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। আর ওই দিনই ইঙ্গিত পাওয়া যাবে দেশের আগামী উপ-রাষ্ট্রপতি কে হতে চলেছেন?

প্রসঙ্গত, আগামী ৭ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করছে নির্বাচন কমিশন। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার মেয়াদ ২১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার পর কেউ চাইলে ২৫ আগস্টের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন।

Advertisement

যদি সবার সম্মতিতে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সেক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাবেন কেন্দ্রের শাসকদলের প্রার্থী। তবে একাধিক প্রার্থী মনোনয়ন জমা দিলে সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। নির্বাচনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ওই দিনই ফলপ্রকাশ।

Advertisement

Advertisement