• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৮ আগস্ট চার হাজার নেতাকে নিয়ে মেগা বৈঠকে অভিষেক

এসআইআরের নির্দেশিকা আসার পূর্বেও ভোটার তালিকা সংক্রান্ত একপ্রস্থ কাজ নিয়ে দলীয় নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা এবং অভিষেক।

ফাইল চিত্র

এসআইআর বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি। কেবল আক্রমণ শানিয়ে নয়, এবার হাতে-কলমে দলীয় নেতাকর্মীদের নিয়ে এসআইআরের বিরুদ্ধে ময়দানে নামবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সাংসদ অভিষেক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার আবহে ফের একই বহরে বৈঠক ডাকলেন তিনি। আগামী ৮ অগস্ট বিকাল ৪টের সময় শুরু হবে সেই বৈঠক। শুধুই কি ভোটার তালিকা সংক্রান্ত আলোচনা? সূত্রের খবর, এর পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের শুরু করা ভাষা আন্দোলনের বিষয়টিও গুরুত্ব পেতে পারে বৈঠকে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে ডাকা হয়েছে। বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে সংশ্লিষ্টদের একথা জানানো হয়েছে। ক্যামাক স্ট্রিটের হিসাব, ৪ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন ৮ অগস্টের ওই মেগা ভার্চুয়াল বৈঠকে।

Advertisement

এসআইআরের নির্দেশিকা আসার পূর্বেও ভোটার তালিকা সংক্রান্ত একপ্রস্থ কাজ নিয়ে দলীয় নেতাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা এবং অভিষেক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে মহাসম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন লোকের নামে ভোটার কার্ড রয়েছে। এই ‘ভুতুড়ে ভোটার’ ধরতে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। যাতে পুরোদস্তুর জুড়ে ছিল পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। এবার এসআইআর এবং নতুন ভোটার তালিকা তৈরির বিষয়ে যখন জাতীয় নির্বাচন কমিশন মহড়া শুরু করেছে, তখন তৃণমূলও সাংগঠনিক প্রস্তুতিকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। তৃণমূল সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ কী প্রক্রিয়ায় হবে, সেই বিষয়েই নির্দেশ দেবেন অভিষেক। নির্ধারিত সময়ে রাজ্যে বিধানসভা ভোট হলে আর বাকি মাত্র মাস আটেক। ক্যামাক স্ট্রিট সূত্রের খবর, ৮ তারিখের বৈঠক থেকে বুথ স্তরে প্রচারের ভাষ্য তৈরির নকশাও বলে দেওয়া হবে। স্থানীয় স্তরে জনসংযোগ ঝালিয়ে নিতে বিশেষ কোনও কর্মসূচিও দেওয়া হতে পারে।

Advertisement

Advertisement