• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মানুষের এই হেনস্থা আপত্তিজনক: অমর্ত্য সেন

বাংলাাভাষী শ্রমিকদের দেশের অন্যান্য রাজ্যে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তার তীব্র সমালোচনা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, সব মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে।

ফাইল চিত্র

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার ঘটনায় এবার সোচ্চার হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, বাঙালীদের উপর এই ধরনের হেনস্থার ঘটনা শুধুমাত্র বাঙালিদের উপর অত্যাচার ও অবহেলা নয়, গোটা ভারতের বিষয়। তিনি বলেছেন,যে কোনও অঞ্চলের মানুষ যদি অন্যত্র হেনস্থার মুখে পড়েন তা খুবই আপত্তিজনক। অমর্ত্য সেনের কথায়, ‘শুধু বাঙালি নয়, বাঙালি হোক, পাঞ্জাবি হোক, মারোয়াড়ি হোক – যে কোনও অঞ্চলের মানুষ যদি অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন শোনা যায়, আমাদের অবশ্যই আপত্তি থাকবে।’

বাংলাাভাষী শ্রমিকদের দেশের অন্যান্য রাজ্যে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তার তীব্র সমালোচনা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, সব মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। ভারতের যে কোনও রাজ্যে অন্য কোনও রাজ্যের নাগরিকদের আনন্দে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। অমর্ত্য সেনের কথায়, ‘ভারতের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তির কারণ রয়েছে।’

Advertisement

অমর্ত্য সেন বলেন, সংবিধানেই রয়েছে, একজন ভারতীয় নাগরিকের দেশের যে কোনও জায়গায় থাকার অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই। এরপর পাঁচের পৃষ্ঠায়

Advertisement

Advertisement