বিহারে ফের নৃশংস ঘটনা। এক নার্সের বাড়িতে ঢুকে তাঁর দুই শিশু সন্তানকে জীবন্ত জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার পাটনার জানিপুর এলাকার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। দুষ্কৃতীদের পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা এইইমসে কর্মরত ওই নার্সের নাম শোভা দেবী। তিনি জানিপুর এলাকারই বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তাঁর দুই সন্তান অংশ এবং অঞ্জলি স্কুলে গিয়েছিল। বিকেলে তারা স্কুল থেকে ফেরে। সে সময় একদল দুষ্কৃতী তাদের বাড়িতে প্রবেশ করে অংশ এবং অঞ্জলিকে বাড়ির ভিতরেই জীবন্ত পুড়িয়ে দেয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
তবে কী কারণে ওই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনেকের অনুমান, পূর্বের কোনও রাগ থেকেই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আচমকা দুষ্কৃতীরা কেন ওই নার্সের বাড়িতে প্রবেশ করে এই কাণ্ড ঘটাল? তাঁদের পরিচয়ই বা কী? তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।
Advertisement
Advertisement



