• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল পুণ্যার্থীদের ভিড়ে, উত্তর প্রদেশে অন্তত দু’জনের মৃত্যু

শ্রাবণ মাসে পুণ্যস্নানের জন্য ভিড়ে ঠাসা উত্তরপ্রদেশের বারাবঙ্কী জেলার হায়দরগড়ের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

শ্রাবণ মাসে পুণ্যস্নানের জন্য ভিড়ে ঠাসা উত্তর প্রদেশের বারাবঙ্কী জেলার হায়দরগড়ের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পুণ্যার্থীদের ভিড়ের উপর পড়ায় আতঙ্ক ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত দু’জন পুণ্যার্থীর। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানিয়েছেন, সোমবার ভোররাতে (প্রায় ৩টে নাগাদ) আচমকা একটি বাঁদর মন্দিরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঝাঁপিয়ে পড়ে। তার জেরে তারটি ছিঁড়ে মন্দিরের টিনের ছাউনির উপর পড়ে যায়। এতে ছাউনির নীচে দাঁড়িয়ে থাকা বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঠিক তখনই মন্দিরে চলছিল মহাদেবের ‘জলাভিষেক’। প্রচণ্ড শব্দ এবং ঝলকানিতে আতঙ্কিত হয়ে পুণ্যার্থীরা ছুটতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

দুই মৃতের মধ্যে একজনের নাম প্রশান্ত (২২)। তিনি বারাবঙ্কীর লোনিকাত্রা থানার মুবারকপুর গ্রামের বাসিন্দা। মৃত অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের বারাবঙ্কীর ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেল্‌থ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনের শীর্ষকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রবিবারই হরিদ্বারের মনসাদেবী মন্দিরে অনুরূপ ঘটনায় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন পুণ্যার্থী। সেখানেও বিদ্যুতের তার ছিঁড়ে পড়া এবং তার জেরে সৃষ্ট আতঙ্ককেই দায়ী করা হচ্ছে। ক্রমাগত এই ধরনের দুর্ঘটনা পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থার উপর বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশাসনের তরফে মন্দির সংলগ্ন এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ ও জনসমাগম নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপের দাবি উঠছে।

Advertisement