• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু মানুষ।

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে মন্দির চত্বরে।

সূত্রের খবর, রবিবার ভোর থেকেই প্রচুর ভক্ত ভিড় জমান মন্দিরে। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। সেখানেই হঠাৎ করে শুরু হয় হুড়োহুড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, পুজোর তাড়ায় অনেকেই ধাক্কাধাক্কি শুরু করেন। সিঁড়িতে একাধিক মানুষ পড়ে যান, তাঁদের উপর দিয়েই অনেকে উঠে যাওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisement

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে। তিনি জানান, উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

ঘটনার বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্স একের পর এক এসে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কীভাবে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কমিশনার।

মনসাদেবী মন্দির উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ধর্মীয় স্থান। প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল রবিবারের এই ঘটনা।

Advertisement