মহাকাশ গবেষণা সংস্থা নাসা ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ২০ শতাংশ কর্মী অবসরে যাচ্ছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর এই নিয়ে দ্বিতীয়বার নাসা কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
নাসা সূত্রে জানা গিয়েছে, সংস্থার মোট ৩৮৭০ জন কর্মীকে অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে সরকারি প্রকল্পে নিবন্ধন করতে বলা হয়েছে। অবসরের পর তাঁরা কিছু আর্থিক সুবিধা পাবেন। তবে, আবেদনপত্র খতিয়ে দেখার পর কিছু কর্মীকে এই প্রকল্প থেকে বাদও দেওয়া হতে পারে, ফলে অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা কিছুটা কমতে পারে। এর পরও, নাসার কর্মী সংখ্যা প্রায় ১৪ হাজার থাকবে বলে জানা গিয়েছে।
Advertisement
গত জানুয়ারি মাসে ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রবেশের পর তিনি প্রশাসনিক ব্যয় সঙ্কোচের কথা বলেছিলেন। নাসার কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত সেই প্রেক্ষিতেই নেওয়া হতে পারে। ২০২১ সালে, ট্রাম্পের প্রথম মেয়াদে প্রায় ৮৭০ জন কর্মী স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন।
Advertisement
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী সংখ্যা কমানোর প্রধান উদ্দেশ্য সংস্থাকে আরও কার্যকরী এবং দক্ষ করে তোলা। তবে, এই সিদ্ধান্তের ফলে নাসার বিভিন্ন অভিযান, বিশেষ করে মহাকাশ গবেষণা ও সুরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে কিছু প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাসা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সুরক্ষা তাদের প্রধান অগ্রাধিকার এবং তা নিশ্চিত করতে তারা যথাযথ পদক্ষেপ করবে।
Advertisement



