• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত তিন হাতি

কোন ট্রেনের ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তিনটি হাতির দেহ ক্রেনের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেললাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল।

ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় তিন হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টা নাগাদ। এ দিন দক্ষিণ-পূর্ব রেলের বাঁশতলা স্টেশন সংলগ্ন রেলগেটের কাছে ট্রেনের চাকায় কাটা পড়ে হাতিগুলি। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যান ডিএফও এবং বন দপ্তরের আধিকারিকরা। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। কোন ট্রেনের ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তিনটি হাতির দেহ ক্রেনের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রেললাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আটটি হাতির একটি দল রেললাইন পেরিয়ে বাঁশতলার দিক থেকে সিপাইবাঁধের দিকে যাচ্ছিল। সেই সময় লাইন ধরে আসছিল দূরপাল্লার একটি ট্রেন। সেই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে একটি বড় ও দু’টি বাচ্চা হাতির মৃত্যু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে রেল। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় হাতি থাকার কোনও খবর দেওয়া হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

Advertisement