বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর একের পর এক অঘটন ঘটেই চলেছে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পরিবর্তনের চেষ্টা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপত্য ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি সাংবিধানিক রদবদলের চেষ্টা সেই উদ্যোগ থেকে বাদ যায়নি। এবার তালিকায় নতুন সংযোজন শাহবাগ মোড়ের ‘প্রজন্ম চত্বর’ ভেঙে ফেলা। শনিবার রাত থেকে ভেঙে ফেলা শুরু হয়েছে ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের স্মৃতিবিজড়িত এই কাঠামোটি। পরিবর্তে এখানে নির্মাণ করা হবে ‘জুলাই মনুমেন্ট’। এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, বাংলাদেশে রাজাকারদের ফাঁসির দাবিতে ২০১৩ সালে একটি গণ আন্দোলন হয়েছিল। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ মোড়ে ব্যাপক জনসমাবেশ ঘটে। ফলে এই এলাকাটি আন্দোলনের অন্যতম ভরকেন্দ্র হয়ে ওঠে। সেই থেকে এই জায়গায় নাম হয় ‘প্রজন্ম চত্বর’। এরপর শাহবাগ মোড়ে একটি স্থাপত্য নির্মাণ করা হয় এই আন্দোলনকে স্মরণের উদ্দেশ্যে। কিন্তু এই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানের স্থাপত্য কাঠামোটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।
Advertisement
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ পুরসভার প্রশাসক শাহজাহান মিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবাসন এবং পূর্ত মন্ত্রকের নির্দেশে শাহবাগ মোড়ের স্থাপত্যটি তাঁরা ভেঙে ফেলছেন। পরিবর্তে সেখানে নতুন একটি স্থাপত্য নির্মাণ করা হবে। তবে কী স্থাপত্য নির্মাণ করা হবে, এই নিয়ে প্রশ্ন করতেই শাহজাহান মিয়া জানান, পূর্ত মন্ত্রকের পক্ষ থেকে তিনি শুনেছেন যে, দেশের ৬৪টি জেলায় ‘জুলাই মনুমেন্ট’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, ‘প্রজন্ম চত্বর’টিও আগামীতে ‘জুলাই মনুমেন্ট’-এ রূপান্তরিত হয়ে যাবে।
Advertisement
Advertisement



