• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মালদহে নিখোঁজ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার

স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

গাছ থেকে উদ্ধার হল এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোপালপুরের পাহাড়ি পাড়ায়। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শ্যামল পাহাড়ি (৩৫)। তিনি একজন শ্রমিক। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আমবাগানে গাছের সঙ্গে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Advertisement

পরিবারের অভিযোগ, দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করার সময় শ্যামলের সঙ্গে কয়েকজন সহকর্মীর পরিচয় হয়েছিল। তাঁদের মধ্যে কেউ কেউ সম্প্রতি তাঁর কাছে টাকা ধার চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় রাগের বশে তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ পরিবারের। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুন না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হতে তদন্তকারীরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।

Advertisement

Advertisement