• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৮৫

টানা ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতির মুখে হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন।

টানা বর্ষণের জেরে ভয়াবহ পরিস্থিতির মুখে হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টি, ভূমিধস ও হড়পা বানের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার ও ত্রাণ কার্য।

গত ২০ জুন থেকে হিমাচলে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। তার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডী জেলা। পাশাপাশি, সিমলা ও কুলু জেলার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। কুলুতে একটি জাতীয় সড়কের উপর দিয়ে বইছে বিপাশা নদীর জল। ইতিমধ্যেই হিমাচলের একাধিক এলাকায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী কয়েকদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সূত্রের খবর, পাহাড়ি ওই রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। ভূমিধসের কারণে বহু রাস্তা বন্ধ হয়ে পড়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক। রাজ্যের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ভেসে গিয়েছে ৩০০-রও বেশি গবাদি পশু। বিকল হয়ে পড়েছে ৫০০-রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার, ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা।

Advertisement

উদ্ধার ও ত্রাণকাজে নিযুক্ত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত প্রায় ৫০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে লাগাতার বৃষ্টিপাতে উদ্ধারকাজও বারবার ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জরুরি পরিষেবাগুলিকে সচল রাখতে নিরলস কাজ করে চলেছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকারও। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে হিমাচলের অবস্থা আরও শোচনীয় হতে পারে।

Advertisement