• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাড়ছে নদীর জলস্তর, সতর্ক প্রশাসন

মূলত গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা এই নদীগুলির জলস্তর অনেকখানি বেড়েছে। এর ফলে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

প্রতীকী ছবি

এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে বাংলার বেশ কিছু নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা এই নদীগুলির জলস্তর অনেকখানি বেড়েছে। এর ফলে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। যে হারে জলস্তর বাড়ছে, যে কোনও মুহূর্তে জল উপচে ঢুকে পড়বে এলাকায়। বেশ কিছু জায়গায় জল ঢুকেও পড়েছে বলে খবর মিলেছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া জেলাগুলিতে বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রেকর্ড বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়ায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে নদীগুলি রীতিমতো ফুঁসছে। আর বন্যার আশঙ্কাও বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। নবান্ন থেকে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনও এলাকার নদী উপচে যায় তাহলে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। জানা গিয়েছে, ইতোমধ্যেই বাঁকুড়ায় দারকেশ্বর নদের উপর মীনাপুর সেতু বন্ধ করা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সংলগ্ন বেশ কিছু গ্রামের মানুষ ঘরবন্দী হয়ে পড়েছে।

Advertisement

এদিকে চাপ বাড়ছে কংসাবতী জলাধারে। আবার ডিভিসি থেকেও জল ছাড়া হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, জল ছাড়া হলে মানুষকে আগাম সতর্ক করা হবে। তবে যে হারে বৃষ্টি হচ্ছে বন্যার আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

Advertisement

Advertisement