বাংলায় পা রাখতে পারেনি বিজেপি। তবুও পশ্চিমবঙ্গবাসীর জন্য চালু করতে চাইছে এনআরসি। পায়ের তলায় মাটি না থাকা সত্ত্বেও কেন এনআরসি চালু করতে চেয়ে বাংলার মানুষকে বিপদের দিকে ঠেলবে বিজেপি– এ নিয়ে এবার জোড়াল আপত্তি তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এতে বাংলার মানুষ যে চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে রাস্তায় নামবে, সে ইঙ্গিতও পাওয়া যায় অভিষেকের পোস্ট থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মমতা বিজেপিকে নিশানা করে এনআরসির বিরুদ্ধে সরব হয়েছিলেন।
এক্স হ্যান্ডলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করতে চাইছে বিজেপি, যে রাজ্যে তাদের পক্ষে জনাদেশ নেই, সে রাজ্য শাসন করার নৈতিক অধিকারও তাদের নেই নেই। ভয়, নিরাপত্তাহীনতা তৈরি করার জন্য বাংলাভাষী নাগরিকদের নিশানা করছে ওরা।’ অভিষেকের কথায়, ‘অসমে ডিটেনশন ক্যাম্পের মডেল অনুসরণ করে এ সব করছে বিজেপি। বাংলায় পা না রেখেই যদি বিজেপি এ রকম ঔদ্ধত্য দেখায়, কখনও যদি ক্ষমতায় আসে, তাহলে কী সহ্য করতে হবে, তা বোঝাই যাচ্ছে!’ অভিষেক এও জানিয়েছেন, ‘বাংলা এর প্রতিরোধ করবে। বাংলা নতিস্বীকার করবে না।’
Advertisement
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই বিষয়ে বিজেপির বিরুদ্ধে গর্জন তুলেছিলেন। মমতা লিখেছিলেন, ‘এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এটিই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনও ক্ষমতা বা অধিকার নেই।’ মমতার পর এবার এনআরসি ইস্যুতে বিজেপিকে বিঁধলেন অভিষেক। কিছুদিন আগে কোচবিহারবাসী উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিস পাঠিয়েছে অসমের বিজেপি সরকার।
Advertisement
Advertisement



