• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিষিদ্ধ

দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল। ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল। ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ৩১ এপ্রিল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরের দরজা। তারপর থেকে প্রায় প্রতিদিনই দিঘার জগন্নাথ মন্দিরে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। যাঁরাই মন্দিরে প্রবেশ করছেন, মোবাইলে মন্দিরের ছবি, গর্ভগৃহের ছবি এবং জগন্নাথের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন।

এর ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে মন্দির চত্বরে। পুরোহিত থেকে শুরু করে জগন্নাথ দর্শনে আসা অন্য ভক্তরাও সমস্যায় পড়ছেন। তাই সমস্যার সমাধানে গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় সুষ্ঠু ভাবে জগন্নাথের দর্শন ও পুজো দেওয়া যাবে বলে আশাবাদী প্রশাসন। চলতি বছর রথে লক্ষাধিক ভক্ত দর্শন করতে এসেছিলেন দিঘার জগন্নাথ মন্দির। ছবি তোলা নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় মন্দিরের ভিতরে।

Advertisement

এরপরই প্রশাসনের তরফে দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মূল মন্দিরের প্রবেশপথে রীতিমতো ব্যানার দিয়ে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস বলেন, ‘জগন্নাথের দর্শন করতে আসা ভক্তরা মোবাইলে ছবি তোলার কারণে গর্ভগৃহে প্রচুর ভিড় হচ্ছে। এর ফলে পুজো করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রশাসনের কাছে বিষয়টি জানাতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Advertisement

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘গর্ভগৃহের ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন এজেন্সি, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ ভাবে নজরদারি করার জন্য। যদি কেউ নিয়ম না মানে, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement