নগদ কাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মা। তাঁর বিরুদ্ধে মিলেছে দুর্নীতির প্রমাণ। সেজন্য অভিযুক্ত বর্মাকে বিচারপতি পদ থেকে সরাতে চায় কেন্দ্র। সংসদে ইমপিচমেন্টের জন্য মমতার তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়েছে মোদী সরকার। কারণ এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতিকে অপসারণ করতে গেলে একমাত্র তৃণমূলই ভরসা। তাদের সাহায্য ছাড়া ইমপিচমেন্ট সম্ভব নয়। সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যে বিচারপতির অপসারণে চেয়ে রাজ্যের শাসকদলের সাহায্য চেয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনও করেছেন বলে সূত্রের খবর।
প্রসঙ্গত বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের দাবি, ওই তদন্ত কমিটি বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই বিচারপতি বর্মার অপসারণের সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর। ওই রিপোর্ট শীর্ষ আদালতে জমা পড়ার পরই ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সেই ইমপিচমেন্টের জন্য তৃণমূলের সাহায্য প্রয়োজন বলে মনে করছে কেন্দ্র।
Advertisement
এমনিতেই কলেজিয়াম সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আসছে কেন্দ্র। সুযোগ বুঝে কলেজিয়াম সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার উপর বিচারপতি বর্মার অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ কথা আগেই জানিয়েছেন। কিন্তু বিচারপতি বর্মাকে সরাতে গেলে সব দল মিলিয়ে ঐক্যবদ্ধ প্রস্তাব আনতে চায় কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে সব দলের নেতাদের সঙ্গেই কথা বলছেন তিনি।
Advertisement
Advertisement



