শিশু শিক্ষা কেন্দ্রের হস্টেলে ঢুকে তাণ্ডব চালাল একপাল হাতি। ঝাড়গ্রাম থানার গড় শালবনির ঘটনা। শনিবার ভোরে দু’টি শাবক-সহ মোট পাঁচটি হাতি একটি শিশু শিক্ষা কেন্দ্রে ঢুকে পড়ে। সবজির বাগান তছনছ করার পর রান্নাঘরের পাশে থাকা স্টোর রুমের দেওয়াল ভেঙে ফেলে হাতির পাল। এরপর বাচ্চাদের টিফিনের জন্য রাখা মুড়ি খেয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকায় রামলাল-সহ একাধিক দলছুট দাঁতালের উৎপাত বেড়েছে। খাবারের সন্ধানেই তারা লোকালয়ে হানা দিচ্ছে বলে অনুমান গ্রামবাসীদের। ওই শিশু শিক্ষা কেন্দ্রের তরফে দীপক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রান্নাঘরের দরজা ভেঙে হাতি ঢুকে পড়ে। আমরা খুব আতঙ্কে রয়েছি। হস্টেলের ঘরে ঢুকে পড়লে আমাদের বাচ্চাদের কী করে বাঁচাব। বন দপ্তরের কাছে অনুরোধ করছি, হাতির পাল যাতে লোকালয়ে না আসে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক।’
Advertisement
Advertisement
Advertisement



