লন্ডন সফরে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়তে হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। শত শত বাংলাদেশি জনতা ইউনূসের হোটেলের বাইরে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে চলতে থাকা গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতার প্রধান মাথা বলে অভিযোগ তুলে পদত্যাগের দাবি তোলে।
মুহাম্মদ ইউনূস আগামী ১৩জুন লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান। সাম্প্রতিককালে বাংলাদেশের জাতীয় নির্বাচন সংক্রান্ত জটিলতা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে এই সফরে যান তিনি। কিন্তু সেখানে পা রাখতেই বিক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। লন্ডনে থাকা বাংলাদেশীরা ইউনূসের বিরুদ্ধে গর্জে উঠেছিল। কালো পতাকা হাতে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হচ্ছিলো। কারো কারো হাতে ছিল ‘সে নো টু ইউনূস’ লেখা প্ল্যাকার্ডও। বিক্ষোভকারীদের অভিযোগ শেখ হাসিনাকে দেশছাড়া করার পর গোটা ইউনূসের বাংলাদেশে যে অরাজকতা, উগ্র মৌলবাদ ও হিংসার রাজত্ব চলছে তার জন্য দায়ী প্রশাসন। বাংলাদেশের মাটিতে মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শিকেয় তুলেছে এই মৌলবাদীরা। বিক্ষোভকারীরা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি নিয়েও প্রতিবাদে সামিল হন। দ্রুত নির্বাচনের ও আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
Advertisement
মুহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পর তাঁকে অভ্যর্থনা জানাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতের কথা ছিল ইউনূসের। তবে জানা যাচ্ছে, সেই বৈঠকের সম্ভাবনা বাতিল হয়েছে। জানা গিয়েছে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে যে কিংস চার্লস হারমোনি পুরস্কার নেওয়ার কথা ছিল ইউনূসের, তা থেকেও বঞ্চিত হতে পারেন তিনি। লন্ডনে যাওয়ার পর থেকেই ইউনূসের বিরুদ্ধে যা চলছে তা নিতান্তপক্ষেই বাংলাদেশের জন্য লজ্জাজনক।
Advertisement
Advertisement



