করোনা নিয়ে অযথা ভয়ের কোনো কারণ নেই – সোমবার এমনটাই জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। সোমবার হালতু অঞ্চলের নন্দিবাগানে ১২ নম্বর বরোর প্রশাসনিক বৈঠকে এই বার্তা দেন তিনি।
সোমবারের বৈঠকে স্বাস্থ্য আধিকারিক, কেএমডিএ, নিকাশি, জঞ্জাল অপসারণ সহ একাধিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এবং প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আসন্ন বর্ষা মরশুমকে ঘিরে ডেঙ্গি, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়েই আলোচনা হয় এই বৈঠকে।
Advertisement
ডেপুটি মেয়র জানান, বোরো ১২ তে বেশ কিছু ফাঁকা ও পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেখানে জল জমে মশা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেইসব জায়গা চিহ্নিত করে নোটিশ পাঠানো হচ্ছে। যদি সতর্কবার্তার পরেও সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে কলকাতা পুরসভা আইনি ব্যবস্থা নিচ্ছে। এমনকি মেট্রোপলিটন আদালতেও হাজির করানো হচ্ছে দায়িত্বজ্ঞানহীন বাড়ির মালিকদের।
Advertisement
অতীন ঘোষ জানান, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোট ৪২৬ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুরসভায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭০। রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র।
এছাড়াও, পুরসভা নিজের উদ্যোগে পরিত্যক্ত বাড়িগুলিতে সাফাই করে সেই খরচ ট্যাক্স বিলে যুক্ত করে আদায় করছে বলে জানান অতীন ঘোষ। করোনা সংক্রমণ নিয়েও এদিন সতর্কতামূলক বার্তা দেন তিনি। তিনি বলেন, ‘এবারের করোনা আগের মতো প্রাণঘাতী নয়। মূলত সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মানা জরুরি।’
কলকাতাবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা – ‘মাস্ক ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে চলুন।’
Advertisement



