ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির। রবিবার রাতে মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিল শিশুটি। সেই সময় হঠাৎই জামতলা বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইট বোঝাই ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কুলতলি থানার কাঠখালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রদীপ মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইঞ্জিন ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি কুলতলি জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
এদিকে দুর্ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঠখালি মোড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্ত ইঞ্জিন ভ্যানচালকের কড়া শাস্তির দাবি জানান। গ্রামীণ রাস্তায় ইট বোঝাই ইঞ্জিন ভ্যানের বেপরোয়া চলাচল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিস। চালককে গ্রেপ্তার করার পাশাপাশি ইঞ্জিন ভ্যানটি বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
Advertisement



