নিজেদের সমস্যার কথা তুলে ধরে সমাধানের পথ জানতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। রবিবার দুপুরে উপেনের সল্টলেকের বাড়িতে হাজির হন তাঁরা। নিজেদের সমস্যার কথা জানিয়ে উপেনের কাছ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর চান চাকরিহারারা। কিছু প্রশ্নের উত্তর মিললেও অনেক উত্তরই এখনও অধরা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে চাকরিহারাদের কী করা উচিৎ তা নিয়েও উপেনের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে।
এর আগে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। এ বার তাঁরা প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে তাঁর পরামর্শ চাইতে যান। চাকরিহারাদের দাবি, যারা রাজ্যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও আইনকানুন বোঝেন তাঁদের সঙ্গে দেখা করে পরামর্শ নেওয়া হচ্ছে। সকলের পরামর্শ বিবেচনা করে আগামী দিনে চাকরিহারাদের পদক্ষেপ নির্ধারিত হবে।
Advertisement
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এর জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। চলতি বছরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সম্প্রতি সেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। তবে নতুন করে পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। তাঁরা সরকারের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি, ওএমআর শিটের মিরর ইমেজও প্রকাশ করতে বলেছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষায় বসতেই হবে। তবে রিভিউ পিটিশনে ইতিবাচক কোনও রায় এলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হবে। কিন্তু তারপরও পরীক্ষায় বসতে রাজি নন যোগ্য চাকরিহারারা।
Advertisement
Advertisement



