দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর ওড়িশায় ৬ জনের দেহে এই ভাইরাস মিলেছে। বর্তমানে ওড়িশায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ২৯। এই পরিস্থিতিতে পুরীর রথযাত্রায় একাধিক বিধিনিষেধ চালু করতে চলেছে ওড়িশা সরকার। কোনওভাবেই যাতে সংক্রমণ না ছড়ায়, তা নিশ্চিত করতে চাইছে ওড়িশা সরকার।
আগামী ২৭ জুন পুরীতে রথযাত্রা আয়োজিত হতে চলেছে। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশি ভক্তরাও এই উৎসবে যোগ দেন। এর ফলে রথে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। ফলে, সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সেই কারণেই আগেভাগে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকারের আবেদন, জ্বর, সর্দিতে আক্রান্ত, বয়স্ক বা অন্য কোনও রোগে আক্রান্তরা যেন রথযাত্রায় অংশ না নেন। টেলিভিশনের মাধ্যমে জগন্নাথদেবের দর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া যাঁরা রথযাত্রায় অংশ নেবেন, তাঁদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।
Advertisement
ওড়িশার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক নীলকণ্ঠ মিশ্র বলেন, ‘করোনা আক্রান্ত ব্যক্তিরা দ্রুত সেরে উঠছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর খবর মেলেনি। প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হতে পারে। এই নিয়ে আলেচনা করা হচ্ছে।’ সূত্রের খবর, ওড়িশার স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা হাসপাতাল পরিদর্শন করে রথযাত্রার আগে ব্যবস্থা কীরকম হচ্ছে, তা খতিয়ে দেখছেন।
Advertisement
ওড়িশার স্বাস্থ্যসেবা পরিচালক অমরেন্দ্রনাথ মোহান্তি বলেন, ‘রথযাত্রায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মাস্ক ব্যবহার করা উচিত এবং সঠিকভাবে হাত স্যানিটাইজ করা উচিত। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে পুরীর জেলা সদর হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালে আরও চিকিৎসক রাখা হচ্ছে। পুরী জেলা হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।’
এদিকে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭৬০ জন। গত ২৪ ঘণ্টায় চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেরলে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে।
Advertisement



