ভাগ্যপরীক্ষা করার জন্য মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন। কিন্তু একটা ৬ টাকার টিকিটই যে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তা স্বপ্নেও ভাবতে পারেননি উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা বাজারের ফাস্ট ফুড দোকানের মালিক গোপাল সরকার। শনিবার লটারিতে ১ কোটি টাকা জিতেছেন গোপাল। দোকানের উন্নতির পাশাপাশি ওই টাকায় ছেলের ভবিষ্যৎ গড়বেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার সকালে বাগদায় এক পাওনাদারের কাছে গিয়েছিলেন গোপালবাবু। পাওনাদারের টাকা মিটিয়ে বাগদা বাজার থেকে লটারির টিকিট কেনেন তিনি। এক-একটি টিকিটের মূল্য ৬ টাকা। একটি ‘সিরিজ’-এর টিকিট কিনতে দেড়শো টাকা খরচ করেছিলেন গোপাল। দুপুরেই জানতে পারেন, তাঁর কেনা একটি ৬ টাকার টিকিটে কোটি টাকা জিতে গিয়েছেন। সঙ্গে সঙ্গে স্ত্রীকে খবর দেন গোপালবাবু।
Advertisement
গোপালবাবুর স্ত্রী বলেন, ‘স্বামী মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন। ভাগ্যপরীক্ষার জন্য কিছু বলতাম না। কোটি টাকা পুরস্কার পাবে ভাবতে পারিনি। আমি খুব খুশি। এবার দোকানটাকে ভালো করে সাজাব। আশা করছি, পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারব।’ কোটিপতি গোপাল বলেন, ‘আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তাই মাঝেমধ্যে ভাগ্যপরীক্ষা করার জন্য লটারির টিকিট কাটতাম। এই টাকা দিয়ে দোকানের উন্নতি করব। ছেলের ভবিষ্যৎ গড়ব।’
Advertisement
Advertisement



