• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জঙ্গি নেতা হাফিজ সইদের সুরে ভারতকে হুমকি পাক সেনা কর্তার

'তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।'

পহেলগাম হত্যাকাণ্ডের প্রত্যাঘাত হিসেবে ‘অপারেশন সিঁদুর’-এ নাস্তানাবুদ হলেও এখনও হুমকি থামেনি পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর। কার্যত জঙ্গি নেতা হাফিজ সঈদের সুরেই ভারতকে হুঁশিয়ারি দিলেন তিনি। সিন্ধু জলচুক্তি নিয়ে চলমান উত্তেজনার আবহে ফের প্রকাশ্য সভায় ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব!’

একসময় এই একই হুমকি শোনা গিয়েছিল হাফিজ সইদের কণ্ঠে। সেবার হাফিজ সইদ হুঙ্কার ছেড়েছিল, যা ভারত ও আমেরিকার বিরুদ্ধে তাঁর বিদ্বেষমূলক বক্তব্যে ব্যবহৃত হয়ে এসেছে। ‘তোমরা যদি আমাদের জল আটকে দাও, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব।’

Advertisement

ফলে আহমেদ শরীফ চৌধুরীর এই হুমকিতে তাজ্জব আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কারণ তাঁর হুঁশিয়ারির সঙ্গে লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ভাষা হুবহু মিলে যাচ্ছে। পাক সেনার মুখপাত্রের হুমকির এই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে অনেককে মন্তব্য করতে শোনা যাচ্ছে, হাফিজ সইদের পুরনো বয়ানের সঙ্গে এর সরাসরি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এরপরই আন্তর্জাতিক রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পাক সেনা, আইএসআই এবং লস্কর-ই-তইবা মিলে ফের ভারতে বড় কোনও নাশকতার চক্রান্ত করছে? যার আড়ালে বসে কলকাঠি নাড়ছে হাফিজ সইদ বা তার ঘনিষ্ঠ অনুগামীরা!

Advertisement

Advertisement