• facebook
  • twitter
Saturday, 9 August, 2025

বেঙ্গালুরু দলে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারবানি

মুজারাবানি লখনউয়ের নেট বোলার হিসেবে কাজ করেছেন আগে। মোট ৭০টি টি-টোয়েন্টি ম্য়াচে ৭৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ২১.৭৫ গড়ে বোলিং করেছেন।

ফাইল চিত্র

আইপিএল ক্রিকেটে এবারে বেঙ্গালুরুর হয়ে খেলতে আসছে জিম্বাবোয়ের দুরন্ত বোলার ব্লেসিং মুজারাবানি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ক্রিকেটের প্লে-অফ ম্যাচ খেলা পাকা করে নেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয়। আসলে লিগ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরু পাচ্ছে না লুঙ্গি এনগিডিকে। তাঁর পরিবর্তে জিম্বাবোয়ের এই বোলারকে নেওয়া হয়েছে। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নেয় বেঙ্গালুরু।

আরসিবি তাদের পরবর্তী ম্যাচে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠেই চিন্নাস্বামীতে খেলতে নামবে রজত পাতিদারের দল। সেই ম্য়াচে পাওয়া যাবে এনগিডিকে। কিন্তু এরপরই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন ডানহাতি প্রোটিয়া পেসার। মুজারাবানি এই মুহূর্তে জিম্বাবোয়ের টেস্ট স্কোয়াডের সদস্য। আগামী ২২ মে থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও জিম্বাবোয়ে টেস্ট ম্যাচ। সেই ম্যাচের পরই আরসিবি শিবিরে যোগ দেবেন মুজারাবানি। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আগামী ২৭ মে খেলতে নামবে আরসিবি।

মুজারাবানি লখনউয়ের নেট বোলার হিসেবে কাজ করেছেন আগে। মোট ৭০টি টি-টোয়েন্টি ম্য়াচে ৭৮ উইকেট ঝুলিতে পুরেছেন। ২১.৭৫ গড়ে বোলিং করেছেন। ইকনমি রেট সাতের একটু বেশি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে সবরকম ম্য়াচে খেলে ১১৪ ম্যাচে ১২৭ উইকেট নিয়েছেন। এছাড়াও ১২টি টেস্ট ও ৫৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ভারতের বিরুদ্ধে ৬টি টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে অগাধ অভিজ্ঞতা রয়েছে ব্লেসিং মুজারাবানির। আইএলটি-২০-তে গলফ জায়ান্টসের হয়ে খেলতে নেমে ২২ উইকেট নিয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুটো দলের জার্সিতে খেলেছেন। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলেছেন।