• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোহলিকে ‘ভারতরত্ন’ দেওয়া হোক: রায়না

সারা স্টেডিয়াম সাদা জার্সি পরিধান করে এবং বড় বড় পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন দর্শকরা। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির আলাদা একটা পরিচয় আছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র বলতে বিরাট কোহলি। এই ঘোষণায় ক্রিকেট ভক্তরা দারুণভাবে হতাশ। এমনকী প্রাক্তন ক্রিকেটাররা কোহলির এই অবস্থানকে কিছুতেই মেনে নিতে পারছেন না। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতরত্ন সম্মান দেওয়ার কথা বললেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। শনিবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলুরু ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন সুরেশ রায়না। তখন তিনি বিরাটের প্রশংসায় পঞ্চমুখ। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে তিনি জ্যোতিষ্ক। কোহলি ‘ভারতরত্ন’ সম্মান দেওয়ার পাশাপাশি একটা বিশেষ ম্যাচ আয়োজন করা উচিত।

প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না বলেন কোহলির জন্যে দিল্লিতে একটা বিদায়ী ম্যাচ আয়োজন করা উচিত। ওই ম্যাচে তাঁর পরিবার ও কোচেদের আমন্ত্রণ জানানো উচিত উপস্থিত থাকার জন্যে। দেশের জন্যে কোহলি যেভাবে নিজেকে তুলে ধরেছেন, সেই জন্যে একটি বিদায়ী ম্যাচ ডিজার্ভ করে। একজন ক্রীড়াবিদ হিসেবে একমাত্র শচীন তেণ্ডুলকারও ‘ভারতরত্ন’ সম্মান পেয়েছেন। তিনি ২০১৪ সালে ৪০ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মান পেয়েছিলেন। বিরাট কোহলিকে গত শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অভিনব সম্বর্ধনা জানান ক্রিকেট ভক্তরা।

Advertisement

সারা স্টেডিয়াম সাদা জার্সি পরিধান করে এবং বড় বড় পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন দর্শকরা। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির আলাদা একটা পরিচয় আছে। নিজে স্টেট ক্রিকেটের বড় সমর্থক। নতুন প্রজন্মের কাছে আদর্শ খেলোয়াড়। ৩৬ বছর বয়সী বিরাট কোহলি ১২৩টি ম্যাচে ৯২৩০ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৩০টি শতরান। টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি।

Advertisement

Advertisement