• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

আগ্নেয়াস্ত্র সহ এক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে দেশে তৈরি দু’টি সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। নদিয়া থেকে মুর্শিদাবাদে অস্ত্র সরবরাহ করতে গিয়েছিলেন অভিযুক্ত। কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্র পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, নদিয়ার থানারপাড়ার শিশা হালদারপাড়ার বাসিন্দা প্রকাশ প্রামাণিক ওরফে কালু একজন আগ্নেয়াস্ত্র কারবারী। ধৃত ব্যক্তি থানারপাড়া থেকে বেশ কয়েকবার বাস বদল করে বাঘডাঙ্গা বাজারে এসে নামেন। আমিনাবাদে ক্রেতার কাছে যাচ্ছিলেন তিনি। সূত্রের দেওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বিক্রেতাকে প্রথমে আটক করে পুলিশ। তাঁর কাছে থাকা নাইলনের ব্যাগে তল্লাশি চালাতেই জামাকাপড়ের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র দু’টি উদ্ধার হয়।

Advertisement

আগ্নেয়াস্ত্র দু’টি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখান থেকে ধরে প্রকাশকে সোজা থানায় নিয়ে যাওয়া হয়। আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজ দেখাতে না পারায় প্রকাশ প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তকে শনিবার বহরমপুর সিজেএম আদালতে তোলা হয়। এই নিয়ে গত ১৬ দিনে ডোমকল মহকুমায় পুলিশ চারজন অস্ত্র কারবারী-সহ মোট ৭টি পিস্তল ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করল। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement