আইএমএফ পাকিস্তানকে বিপুল পরিমাণ অর্থ ঋণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জঙ্গিদের প্রশ্রয়দাতা পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। এই বিষয়টি তাদের আরেকবার বিবেচনা করে দেখা উচিত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, ইসলামাবাদ এই অর্থ সন্ত্রাসবাদীদের কার্যকলাপের জন্য ব্যবহার করতে পারে। শুক্রবার ভুজ বিমানঘাঁটিতে দাঁড়িয়ে রাজনাথ সিং দাবি করেছেন, ‘সে দেশের সরকার ১৪ কোটি টাকা খরচ করার কথা ভাবছে মাসুদ আজহারের জন্য, যে রাষ্ট্রসংঘের দাগী জঙ্গি। সাধারণ পাক করদাতাদের টাকা তাকে দেওয়া হবে।’ এই আবহে রাজনাথের দাবি, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
বৃহস্পতিবার শ্রীনগরের বাদামি বাগ সেনাছাউনির পর শুক্রবার গুজরাটের ভুজে পৌঁছন রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে সীমান্ত এলাকাগুলিতে সফর করছেন তিনি। ভুজে দাঁড়িয়ে রাজনাথ বললেন, ‘পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা। ওরা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও অর্থ সাহায্য ঘোষণা করেছে। ভারত চায়, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থভাণ্ডার।’
রাজনাথ আরও বলেছেন, পাকিস্তানে জঙ্গি শিবির পুনর্নির্মাণের জন্য শাহবাজ সরকার আর্থিক সাহায্য করার পরিকল্পনা নিচ্ছে। তিনি বলেছেন, ‘মুরিদকে ও বাহওয়ালপুরে লস্কর-এ-তৈবা ও জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবিরগুলি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। আইএমএফের থেকে পাওয়া ১০০ কোটি ডলারের একটা বড় অংশ জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণে ব্যবহার করা হতে পারে।সেজন্য পাকিস্তানকে ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত আইএমএফ পুনর্বিবেচনা করুক। রাজনাথের আশঙ্কা, এই আবহে পাকিস্তানের অত্যাধুনিক সমরাস্ত্র যে কোনদিন জঙ্গিদের হাতে চলে যেতে পারে এবং যা সারা বিশ্বের জন্য ভয়ঙ্কর হতে পারে।
রাজনাথ এদিন বলেছেন, ‘পাকিস্তান ব্রহ্মসের ক্ষমতা মেনে নিয়েছে। আমাদের দেশে একটা কথা রয়েছে, ‘দিনে তারা দেখা’। ভারতে তৈরি ব্রহ্মস পাকিস্তানকে দেখিয়েছে রাতের অন্ধকারে দিনের আলো কেমন।’ অপারেশন সিঁদুর-এর জন্য বিমানবাহিনীর প্রশংসা করেছেন রাজনাথ। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, যা ঘটেছে তা কেবল ট্রেলর ছিল। এরপর সঠিক সময়ে আমরা বিশ্বকে পুরো সিনেমাটা দেখাব৷’
গত কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্গীন। আইএমএফের ঋণের উপর নির্ভর করতে হয় পাকিস্তানকে। তাই আইএমএফের কাছে ঋণের আবেদন করে থাকে ইসলামাবাদ। কিন্তু সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দিয়েছেন রাজনাথ সিং। ভারতের অভিযোগ, অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান। তবে সেই অর্থ তারা সঠিক কাজে ব্যবহার করেনি।
আগামী দিনে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সোচ্চার হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ এদিন জানিয়েছেন, পাকিস্তানের আচরণের দিকে কড়া নজর রাখছে ভারত ৷ যদি তারা নিজেদের দোষ শুধরে নেয় তাহলে সবদিক থেকেই ভালো ৷ আর যদি তা না হয় এবং পাকিস্তান যদি নতুন কোনও সমস্যা তৈরি করে তাহলে তাদের কঠোর সাজা দেওয়া হবে৷
উল্লেখ্য, গত ৯ মে ওয়াশিংটনে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড বৈঠকে বসেছিল। সেখানেই ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। কিন্তু ভারতের আপত্তি অগ্রাহ্য করেই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্চুর করেছে আইএমএফ। অনেকে এর নেপথ্যে আমেরিকার হাত রয়েছে বলে মনে করছে। সেই ঋণের টাকা দিয়ে জঙ্গি সংগঠনকে সাহায্য করা হবে, এ বার তেমনই অভিযোগ তুললেন রাজনাথ।
Advertisement