• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বীরভূমে চাষের জমিতে হাইটেনশন তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২

বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রুকুনপুর এলাকায় চাষের জমিতে মাঠের উপর দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাইটেনশনের তার।

বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রুকুনপুর এলাকায় চাষের জমিতে মাঠের উপর দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাইটেনশনের তার। অসর্তক হয়ে সেই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপরজন হাসপাতালে মারা গিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া গোটা এলাকায়।

জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই এলাকার একটি জমিতে ধান কাটার জন্য হারভেস্টিং মেশিন নিয়ে আসা হয়েছিল। ট্রাক্টরের সঙ্গে মেশিনটি আটকে রাস্তা থেকে জমিতে নামানো হচ্ছিল। ওই মেশিনের উপর বসেছিলেন এক ব্যক্তি। ওই চাষের জমির উপর দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার। কোনওভাবে ঝুলে থাকা ওই তারের সংস্পর্শে ওই মেশিনটি চলে আসলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি। পুড়ে গোটা শরীর কালো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চালক।

Advertisement

খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর, পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ ও দমকলকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎদপ্তরের কর্মীরা দেরিতে পৌঁছয়। পরে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও মারা যান বলে খবর।

Advertisement

Advertisement